লালমনিরহাটের কুলাঘাট সীমান্ত থেকে ভারতীয় এক বোতল ফেনসিডিলসহ কলেজ শিক্ষক ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে লালমনিরহাটের কুলাঘাট সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শাহীন লালমনিরহাট সদরের দালালটারি গ্ৰামের আব্দুস ছালামের ছেলে। এছাড়াও তিনি আদিতমারী মহিষখোঁচা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।
আরও পড়ুন: হিলিতে ভারতীয় ফেনসিডিলসহ ২ যুবক আটক
বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে সদর উপজেলার কুলাঘাট সীমান্তবর্তী এলাকায় আসা যাওয়া করতেন তিনি। বৃহস্পতিবার রাতে সীমান্তে এলে তাকে সন্দেহ করে আটক করা হয়। ওই সময় বিজিবির টহলরত সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করলে শাহীনের ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে সদর থানায় সোপর্দ করে বিজিবি।
আরও পড়ুন: সাভারে ফেনসিডিলসহ আটক ২
বিজিবি আরও জানায়, এর আগে তাকে দুবার মোঘলহাট ক্যাম্পে আটক করা হয়েছিল। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এছাড়াও কয়েকমাস আগে মাদক ব্যবসায়ীর সাথে মাদক সেবনের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
গ্রেপ্তার শাহীন জানান, তার কাছে কোনো ধরনের মাদক ছিল না। পেশাগত দায়িত্ব পালন করতে সীমান্তে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: সার্ভেলেন্স সিস্টেমের মাধ্যমে বেনাপোলে ফেনসিডিল জব্দ
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘বিজিবি সদস্যরা মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’